ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

৯ মামলার আসামি আব্দুল হাই কানুকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
৯ মামলার আসামি আব্দুল হাই কানুকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ আব্দুল হাই কানুকে গ্রেপ্তারে কুমিল্লার চৌদ্দগ্রামে বিক্ষোভ করে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্রসমাজ’।

কুমিল্লা: জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে হত্যাকাণ্ডের বিচার ও কৃষক লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গ্রেপ্তারের দাবিতে কুমিল্লার চৌদ্দগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্রসমাজ’।  

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলা শহরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বর্পূণ স্থান প্রদক্ষিণ শেষে শহরের হায়দার শপিং কমপ্লেক্সর সামনে অবস্থান নেয়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে নেতৃত্ব দেন ফ্যাসিবাদবিরোধী ছাত্রসমাজ কুমিল্লা জেলার যুগ্ম-আহ্বায়ক মো. মামুন মজুমদার, সদস্য জাহিদুল ইসলাম, নাসিম মিয়াজি ও আবুল হাসনাত সিয়ামসহ অনেকে।  

সমাবেশে জাহিদুল ইসলাম বলেন, আওয়ামী লীগ একবার রিকশা লীগ, আনসার লীগ হয়ে আসে। এবার এসেছে তারা কানু লীগ হয়ে।  

উপদেষ্টাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা ঘোষণা দিয়েছিলেন, জুলাই-আগস্টের ছাত্র হত্যার বিচার দ্রুত শেষ করবেন। আমরা এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি দেখছি না।  দ্রুত ফ্যাসিবাদীদের বিচারের কাজ শেষ করতে হবে।

মুক্তিযোদ্ধা ও কৃষকলীগ নেতা আব্দুল হাই কানু সম্পর্কে বক্তারা বলেন, তিনি হত্যাসহ নয়টি মামলার আসামি। এখনো প্রশাসন তাকে গ্রেপ্তার করছে না। অথচ একটি জুতার মালার ঘটনাকে কেন্দ্র করে আব্দুল হাই কানু দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছেন।  

তাকে দ্রুত গ্রেপ্তার করার জোর দাবি জানান তারা।  

বক্তারা বলেন, কানু মুক্তিযোদ্ধা পরিচয়কে সামনে নিয়ে ফায়দা লোটার চেষ্টা করছেন। আর কানুর ঘটনাকে পুঁজি করে একটি মহল আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। ছাত্র-জনতা তা হতে দেবে না।

সম্প্রতি আব্দুল হাই কানুর গলায় জুতার মালা পরানোর ভিডিও ভাইরাল হয়। যা নিয়ে দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়।

তবে তার বিরুদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে এলাকাবাসীর ওপর নির্যাতনের অভিযোগ আছে। বাংলাদেশের বিষয়ে অপপ্রচারে অভিযুক্ত ‘রিপাবলিক বাংলা’য় গতকাল ২৪ ডিসেম্বর সাক্ষাৎকার দেন আব্দুল হাই কানু। সেখানে আলোচিত উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি ভারতসহ অন্য দেশগুলোর কাছে বিচার দাবি করেন।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।