ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ওয়াশরুমে মিলল রূপপুর প্রকল্পের রুশ নাগরিকের লাশ

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫
ওয়াশরুমে মিলল রূপপুর প্রকল্পের রুশ নাগরিকের লাশ প্রতীকী ছবি

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের আবাসিক ভবন গ্রিনসিটি থেকে ইভান কাইতোয়াজভ ইভান (৪০) নামের এক রুশ নাগরিকের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল গ্রিনসিটির ১৪ নাম্বার ভবনের নবম তলার ৯৫ ফ্ল্যাটের ৯৫ নং রুমের কমন ওয়াশরুম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

রুশ নাগরিক ইভান কাইটমাজোভ পাবনার ঈশ্বরদী উপজেলায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ইএসকেএম কোম্পানিতে ইলেকট্রিক সার্কিট ইনস্টলার পদে কর্মরত ছিলেন।

নিহত কাইতোয়াজভ ইভান রাশিয়ার রস্তব এলাকার মিস্টার পিটারের ছেলে।  

পুলিশ ও প্রকল্প সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৬টা ৫৭ মিনিটের দিকে কাইতোয়াজভ ইভান তার কোম্পানির দায়িত্বরত কর্মকর্তা ভিক্টরকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে বলেন যে, তিনি শারীরিকভাবে অসুস্থ এবং অফিসে যেতে পারবেন না। পরবর্তীতে দুপুর ১২টা থেকে খোঁজ নিতে ফোন করতে থাকলে তিনি কল রিসিভ না করায় চিন্তায় পড়েন ওই কর্মকর্তা। এরপর অফিস সহকর্মী ক্রিল ও ইগোরকে ঘটনাস্থলে পাঠান। তারা ফ্ল্যাটের দরজা বন্ধ পেয়ে এডমিন অফিসার সুহারবির কাছ থেকে চাবি নিয়ে ফ্ল্যাটে প্রবেশ করেন। ফ্ল্যাটে খোঁজাখুঁজি করে না পেয়ে ওয়াশরুমে খোঁজ করতে যান। ওয়াশরুম ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে ওয়াশরুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে ওয়াশরুমের ভেন্টিলেটরের লোহার গ্রিলের সঙ্গে কালো কাপড়ের ফিতা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেয়ালের সঙ্গে হেলান দেওয়া মৃত অবস্থায় পাওয়া যায়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদ জানান, নিহত রুশ নাগরিকের মরদেহ ওয়াশরুমে পাওয়া যায়। পরে গ্রিনসিটির দায়িত্বরত চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সিআইডি ক্রাইমসিন এসে আলামত সংগ্রহ করেছে। আমরা তার মরদেহ উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ মর্গে পাছিয়েছি। ময়নাতদন্ত শেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ইএসকেএম  কোম্পানিতে মরদেহ হস্তান্তর করা হবে। পরে ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।  

বাংলাদেশ সময়: ০১১৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫
এসএ এইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।