ঢাকা, মঙ্গলবার, ১১ চৈত্র ১৪৩১, ২৫ মার্চ ২০২৫, ২৪ রমজান ১৪৪৬

জাতীয়

যাত্রীবাহী বাসে ছিনতাই, ছুরিকাঘাতে আহত ৩

অতিথি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
যাত্রীবাহী বাসে ছিনতাই, ছুরিকাঘাতে আহত ৩

সাভার (ঢাকা): ঢাকার সাভারে দিনে দুপুরে যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীর ছুরিকাঘাতে এ সময় অন্তত বাসের তিনজন যাত্রী আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় যাত্রীবাহী বাসে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী বাসের যাত্রীরা জানান, শুভযাত্রা পরিবহনের একটি বাস মানিকগঞ্জ থেকে গাবতলীর উদ্দেশে রওনা হয়। দুপুর পৌনে ১টার দিকে সাভারের পুলিশ টাউন ব্রিজের কাছাকাছি গিয়ে যাত্রী নেওয়ার জন্য বাসটি থামায় চালক। এ সময় ধারাল ছোট ছুরি হাতে নিয়ে ২ ছিনতাইকারী বাসে উঠেন। বাসে উঠেই তারা সামনের দিকের যাত্রীদের তল্লাশি করে মোবাইল ফোন, ম্যানিব্যাগ ছিনিয়ে নেন। এ সময় নারী যাত্রীদের গলা থেকে চেইন ছিনিয়ে নিয়ে বাসের পেছনের যাত্রীদের দিকে অগ্রসর হয় ছিনতাইকারীরা। পরে কিছু যাত্রী তাদের বাধা দিলে ছিনতাইকারীরা ধারালো ছুরি দিয়ে যাত্রীদের আঘাত করে। তাদের ছুরিকাঘাতে অন্তত তিনজন যাত্রী মারাত্মকভাবে আহত হন। পরে ছিনতাইকারীরা বাস থেকে নেমে পালিয়ে যায়।

বাসের যাত্রী আলকামা আজাদ বাংলানিউজকে বলেন, সাভারের ব্যাংক টাউন থেকে পুলিশ টাউন সংলগ্ন ব্রিজের কাছাকাছি গেলে যাত্রী নেওয়ার জন্য বাস থামায় চালক। এ সময় দুইজন ছিনতাইকারী বাসে ওঠে ছুরি দেখিয়ে যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, ম্যানিব্যাগ, চেইন ছিনিয়ে নেয়।  ছিনতাইকারীরা বাসের পেছনের দিকে গেলে  কয়েকজন যাত্রী তাদের ধরার চেষ্টা করেন। পরে ছিনতাইকারীরা চালকের সহকারীসহ তিনজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বাসে ১৫-২০ জন যাত্রী ছিল।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, বাসে ছিনতাইয়ের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।


বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।