ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

গজারি বনের ভেতর চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৭, মার্চ ১, ২০২৫
গজারি বনের ভেতর চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

গাজীপুর: গাজীপুরের জয়দেবপুর থানাধীন সিংড়াতলী এলাকায় গজারি বনের ভেতর ব্যাটারিচালিত অটোরিকশা চালকে হত্যা করা হয়েছে।

শনিবার (১ মার্চ) সকালে পুলিশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

 

নিহত অটোচালক হলেন- কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার পশ্চিম কান্দাপাড়া এলাকার ওসমান গনির ছেলে রানা মিয়া ওরফে ইয়াসিন (৩২)।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম জানান, গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকায় বাসা ভাড়া থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন ইয়াসিন। শুক্রবার সকালে তিনি অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন। পরে রাত ৯টার দিকে তার পরিবারের লোকজন তাকে মোবাইলে ফোন করে তার কোনো সন্ধান পায়নি। পরে তারা থানায় বিষয়টি জানায়। এক পর্যায়ে শনিবার সকালে সিংড়াতলী এলাকায় গজারি বনের ভেতর ইয়াসিনের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।  

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে গলায় রশিদ পেঁচিয়ে শ্বাসরোধ করে ইয়াসিনকে হত্যার পর তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে অটোরিকশাটি শ্রীপুর থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, মার্চ ১, ২০২৫
আরএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।