ঢাকা, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ খেজুর ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় ৪ খেজুর ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় খেজুরের প্যাকেটে জাত এবং মূল্য লেখা না থাকায় চার ব্যবসায়ীকে নয় হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরের দিকে জেলা শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।  

অভিযান সূত্রে জানা গেছে, খেজুরের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে জেলা শহরের কোর্ট রোড, মসজিদ রোড ও থানা রোডের দোকানগুলোতে অভিযান চালানো হয়। এ সময় চারটি দোকানে প্যাকেটে খেজুরের জাত এবং মূল্য লেখা না থাকায় নয় হাজার টাকা জরিমানা করা হয়।  

ইফতেখারুল আলম রিজভী জানান, অভিযানে খেজুর ব্যবসায়ীদের নানা বিষয়ে সতর্ক করা হয়েছে। খেজুর কোথা থেকে এবং কত টাকায় কেনা হয়েছে তার রশিদ সংরক্ষণ করতে হবে। এছাড়া সব সময় খেজুর ঢেকে রাখার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে। ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।