ঢাকা, মঙ্গলবার, ৩ চৈত্র ১৪৩১, ১৮ মার্চ ২০২৫, ১৭ রমজান ১৪৪৬

জাতীয়

চাঁদপুর রুটের লঞ্চে নবজাতকের জন্ম, পাবে আজীবন যাতায়াত সুবিধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
চাঁদপুর রুটের লঞ্চে নবজাতকের জন্ম, পাবে আজীবন যাতায়াত সুবিধা লঞ্চে জন্ম নেওয়া নবজাতক

চাঁদপুর: ঢাকা-চাঁদপুর নৌ রুটে চাঁদপুর থেকে ঢাকায় যাওয়ার পথে এমভি বোগদাদীয়া-৮ নামক লঞ্চে এক নবজাতকের জন্ম হয়েছে।  

রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় সাদিয়া আক্তার নামে ওই যাত্রী একটি মেয়ে সন্তানের জন্ম দেন।

এ খবর পেয়ে লঞ্চটির মালিক হামিদুল্লাহ সুমন ঘোষণা দিয়েছেন এই নবজাতক আজীবন এমভি বোগদাদীয়া-৮ লঞ্চে বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাবে। এ তথ্য নিশ্চিত করেছেন লঞ্চের করণিক মো. দীপু।

সাদিয়া আক্তার জেলার হাইমচর উপজেলার ভিঙ্গুলিয়া গ্রামের শ্রমিক জহির খানের স্ত্রী। চিকিৎসার জন্য তিনি চাঁদপুর থেকে ঢাকায় যাচ্ছিলেন।

লঞ্চের করণিক দীপু বলেন, রোববার বিকেল ৫টার এমভি বোগদাদীয়া-৮ লঞ্চটি চাঁদপুর লঞ্চ ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার সদরঘাটের উদ্দেশে রওনা হয়। সন্ধ্যায় লঞ্চটি ঢাকার কাছাকাছি পৌঁছালে নিচতলার ডেকে সাদিয়া আক্তার নামে এক যাত্রীর প্রসব ব্যথা শুরু হয়। আমরা তাকে কেবিনে নিয়ে যাই। সন্ধ্যা ৭টা ৩১ মিনিটের সময় তিনি একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম দেন।

তিনি আরও বলেন, এই খুশিতে লঞ্চের মালিক হামিদুল্লাহ সুমন আনন্দিত হয়ে শিশুটির জন্য আজীবন ওই লঞ্চে যাতায়াত বিনামূল্যে ঘোষণা দিয়েছেন।

ওই সময় লঞ্চে সাদিয়া আক্তারের সঙ্গে ছিলেন তার নিকটাত্মীয় মৌসুমি বেগম। তিনি জানান, সাদিয়ার প্রসব ব্যথা শুরু হলে তাকে প্রথমে ফরিদগঞ্জ উপজেলায় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকায় যাওয়ার কথা বলা হয়। তবে তারা সাদিয়াকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক জানিয়েছেন চাঁদপুরে নবজাতকের জন্য আইসিইউর ব্যবস্থা নেই। এ জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। যার ফলে বিকেল ৫টার লঞ্চে তারা ঢাকার উদ্দেশে রওনা হন। তবে লঞ্চের মধ্যেই সাদিয়া স্বাভাবিকভাবে বাচ্চার জন্ম দিয়েছেন।

মৌসুমি বেগম আরও জানান, রাতে ঢাকায় নেমে সাদিয়াকে একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে রাত ১২টার লঞ্চে করে ঢাকা থেকে চাঁদপুরের হাইমচরে চলে আসেন। এখন নবজাতক বাচ্চা ও মা দুজনই সুস্থ আছেন।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।