ঢাকা, বৃহস্পতিবার, ৫ চৈত্র ১৪৩১, ২০ মার্চ ২০২৫, ১৯ রমজান ১৪৪৬

জাতীয়

শিবচরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
শিবচরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু প্রতীকী ছবি

মাদারীপুর জেলার শিবচরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের মোল্লার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি ওই এলাকার খোরশেদ আলমের ছেলে রফিকুল ইসলাম (৪২)। তিনি ভাঙারি মালামাল কেনাবেচার ব্যবসায় করতেন।

তবে রেলওয়ে পুলিশ নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেননি।

জানা গেছে, সন্ধ্যার দিকে মোল্লার বাজার সংলগ্ন রেললাইনে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঢাকা থেকে ভাঙ্গাগামী ট্রেনে এ দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তি বলেন, ‘ট্রেনের কাটা পড়ে নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম। আমরা এখানে তিন বছর ধরে থাকি। ভাঙারির ব্যবসায় করি। আগে চিটাগাং থাকতাম। রফিকুলের এক ছেলে, এক মেয়ে। তিনি জুয়া খেলে অনেক টাকা হেরেছেন। আমরা ধারণা করছি, রফিকুল আত্মহত্যা করেছেন। কারণ, অনেকদিন ধরেই তিনি হতাশায় ভুগছিলেন। ’

প্রস্তাবিত ভাঙ্গা রেলওয়ে থানা পুলিশের দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) মো. খাইরুল বলেন, নিহত ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।