রাজশাহী: রাজশাহীর দুর্গাপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে তার পলাতক স্বামীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (২৩ মার্চ) সকালে গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগরের রাজপাড়া থানার হড়গ্রাম বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতের নাম শাহিনুর (৩০)। তিনি রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার আনুলিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে।
রোববার দুপুরে র্যাব-৫ সদরদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, পাঁচ বছর আগে শাহিনুরের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রী আফরিন আক্তার বৃষ্টিকে নির্যাতন করতেন শাহিনুর। এজন্য বৃষ্টির পরিবার পরপর আড়াই লাখ টাকা দিলেও নির্যাতন থামাননি শাহিনুর। এই টাকা নেওয়ার পর বিদেশ যাওয়ার জন্য আবারও তিনি তিন লাখ টাকার জন্য স্ত্রীকে নির্যাতন শুরু করেন। এরপর বৃষ্টির পরিবার আরও দুই লাখ ১০ হাজার টাকা দেয়। কিন্তু তারপরও ১৪ মার্চ দুপুরে শাহিনুর ও তার পরিবারের সদস্যরা ঘরের দরজা-জানালা বন্ধ করে বৃষ্টিকে মারধর করেন। নির্যাতনের শিকার হয়ে বৃষ্টি তার পরিবারের কাছে খবর দেন। কিন্তু পরিবারের সদস্যরা যাওয়ার আগেই বৃষ্টির মৃত্যু হয়। তখন মরদেহ ফেলে শাহিনুর, তার বাবা আবদুল জলিল ও মা শ্যামলী বেগম বাড়ি ছেড়ে পালিয়ে যান। পরে তাদের বিরুদ্ধে মামলা করেন বৃষ্টির বাবা। ওই মামলায় ১৬ মার্চ শাহিনুরের মা ও বাবাকে গ্রেপ্তার করা হয়। এরপর আজ পলাতক শাহিনুরকে গ্রেপ্তার হয়।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শাহিনুরকে দুপুরে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এখন পুলিশ তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেবে।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
এসএস/এএটি