ঢাকা, মঙ্গলবার, ১১ চৈত্র ১৪৩১, ২৫ মার্চ ২০২৫, ২৪ রমজান ১৪৪৬

জাতীয়

মেঘনায় ৩০০ কেজি পোনামাছ-কারেন্ট জাল জব্দ, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
মেঘনায় ৩০০ কেজি পোনামাছ-কারেন্ট জাল জব্দ, আটক ২

লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩০০ কেজি পোনা মাছ ও অবৈধ ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় একটি স্পিডবোটসহ দুজনকে আটক করা হয়।

 

রোববার (২৩ মার্চ) দিনব্যাপী মেঘনা নদীর আব্দুল্লার চর, হুজুরের খাল ও জারির দোনা খাল সংলগ্ন এলাকায় যৌথভাবে এ অভিযান চালায় উপজেলা মৎস্য দপ্তর, নৌপুলিশ ও কোস্টগার্ড।  

আটকরা হলেন- ভোলা জেলার মনপুরা উপজেলার বাসিন্দা ইউনুস মিয়া (২৭) ও এনায়েত হোসেন (২০)।

বড়খেরী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সফিকুল ইসলাম বলেন, মেঘনা নদীর রামগতি মাছঘাট সংলগ্ন এলাকায় একটি স্পিডবোটসহ দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছে প্রায় ৩০০ কেজি পাঙ্গাসের পোনা পাওয়া যায়। জব্দ পোনাগুলো স্থানীয় এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। পার্শ্ববর্তী হাতিয়া থেকে পোনা মাছবাহী স্পিডবোটটি রামগতির মাছঘাটে রাখা আছে।  

আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। চলতি মাসের ১ মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই দুই মাস ইলিশের অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষেধ। জাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।