ঢাকা: রাজধানীর সবুজবাগ দক্ষিণগাঁও এলাকার একটি খালি প্লট থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পেয়েছে পুলিশ। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
সোমবার (২৪ মার্চ) ঘটনা সত্যতা নিশ্চিত করে পুলিশ কর্তৃপক্ষ জানায়, গতকাল দক্ষিণগাঁও গ্রীন মডেল টাউনের খালি প্লট থেকে মরদেহটি উদ্ধার করেন। আনুমানিক ৪৫ বছর বয়স্ক ওই ব্যক্তির মরদেহে পচন ধরেছিল। পরে ময়নাতদন্তের জন্য রোববার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় তারা।
সবুজবাগ থানার উপ পরিদর্শক (এসআই) সুমন দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে আরও জানান, খবর পেয়ে রোববার বেলা ১১ টার দিকে দক্ষিণগাঁও গ্রিন মডেল টাউনের ১১ নম্বর রোডের ১১ নম্বর প্লট থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার গলায় লাল গামছা দিয়ে বাধা ছিল। এছাড়া শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়েছে। মরদেহটি অর্ধ গলিত অবস্থায় পাওয়া গেছে।
ধারণা করা হচ্ছে, দুইদিন আগে অজ্ঞাত দুষ্কৃতকারীরা ওই ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঘটনাস্থলে ফেলে রেখে গেছে। তবুও ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৫
এজেডএস/এমএম