ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাজধানীতে পাওনা টাকা চাওয়ায় নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ 

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১২, মার্চ ২৪, ২০২৫
রাজধানীতে পাওনা টাকা চাওয়ায় নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ 

ঢাকা: রাজধানীর বনানী কড়াইল বস্তিতে ভাড়াটিয়ার পিটুনিতে মনি (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, পাওনা টাকা চাওয়ায় ভাড়াটিয়া সুলতান তাকে পিাটয়ে হত্যা করেন।

সোমবার (২৪ মার্চ) বিকেলে বনানী কড়াইল বস্তি আদর্শ নগর বেলতলার একটি টিনশেড দোতলা বাড়িতে এ ঘটনাটি ঘটে। পরিবারের লোকজন স্থানীয় হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা পৌনে সাতটার দিকে মনিকে মৃত ঘোষণা করেন।

মৃত মনি শেরপুর গাজীর খামার উপজেলার বাসিন্দা। বর্তমানে বনানী কড়াইল বেলতলা স্বামী আনিসের সঙ্গে বসবাস করতেন। তবে আনিস মিয়ার দ্বিতীয় স্ত্রী মনি। এছাড়া আনিস পেশায় পরিবহন ব্যবসায়ী ছিলেন।

মৃতের স্বামীর দাবি করেন, তার স্ত্রী মনি ভাড়াটিয়া সুলতানের স্ত্রী মমতাজকে ৪০ হাজার টাকা ধার দেন। দীর্ঘদিন ধরে এ টাকা তাদের কাছ থেকে ফেরত চাইলে তারা টালবাহানা করে। আজকে মনি টিনশেড বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া সুলতানের কাছে ধারের টাকা চাইতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে সুলতান তার স্ত্রীর পেটে সজোরে লাথি ও পিটিয়ে আহত করে। এ সময় মনি অচেতন হয়ে পড়লে তাকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সে মারা যায়।

স্বামী আনিস দাবি করেন, তার স্ত্রীকে মারধর করেছেন ভাড়াটিয়া সুলতান, তার স্ত্রী মমতাজ ও তাদের দুই সন্তান মুন্নি ও মনির।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার জানান, বিস্তারিত ঘটনা জানতে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভাড়াটিয়া দম্পতিসহ তাদের দুই সন্তান থানায় অবস্থান করছে। অবশ্যই এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৫
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।