ঢাকা, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

হামিম গ্রুপের কর্মকর্তার লাশ, পুলিশের ধারণা হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৯, মার্চ ২৫, ২০২৫
হামিম গ্রুপের কর্মকর্তার লাশ, পুলিশের ধারণা হত্যা

ঢাকা: রাজধানীর তুরাগ এলাকা থেকে হামিম গ্রুপের জেনারেল ম্যানেজার (জিএস) আহসান উল্লাহ (৪৮) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধারণা করছে তাকে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাত খান ঘটনা সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, এদিন দুপুরের দিকে তুরাগ ১৬ নম্বর সেক্টরের ফাঁকা সড়কের পাশে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহ শনাক্ত হওয়ার পরে জানা যায় তার নাম আহসান উল্লাহ। তিনি হামিম গ্রুপের জেনারেল ম্যানেজার ছিলেন।

ওসি আরও জানান, আহসান উল্লাহ পরিবার নিয়ে মিরপুরের দিয়াবাড়ি চণ্ডালভোগ এলাকায় থাকতেন। তার পরিবার থেকে গত ২৩ মার্চ থানায় আহসান উল্লাহর নিখোঁজের একটি জিডি করা হয়।

পরিবারের অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন আছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

হাসপাতালের মর্গ থেকে একটি সূত্র জানায়, লাশ কিছুটা পচনশীল ছিল। শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৫
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।