ঢাকা: রাজধানীর পল্লবীর বহুতল ভবনে আগুন লেগে মাসুদা বেগম নামের ৭০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টায় ফায়ার সার্ভিসের কাছে খবর আছে বর্ধিত পল্লবীর ১২তলা বিশিষ্ট একটি বহুতল ভবনের আটতলার একটি ফ্ল্যাটের রান্নাঘরে আগুন লেগেছে। ওই খবরে পল্লবী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ৩২ মিনিটে। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যে আগুনের ধোঁয়ায় মারা যায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধা। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, মরদেহটি রূপনগর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৭৫২ ঘণ্টা, মার্চ ২৬,২০২৫
এজেডএস/এএটি