ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরছেন আগামী মঙ্গলবার (৬ মে)। এদিন বিমানবন্দর সড়কে ব্যাপক যানজটের আশঙ্কা রয়েছে।
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আগামী মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন খালেদা জিয়া। তাকে অভ্যর্থনা জানানোর জন্য বিমানবন্দর সড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেবেন নেতাকর্মীরা। খিলক্ষেত, কুড়িল বিশ্ব রোড, আর্মি স্টেডিয়াম, বনানী কবরস্থান, বনানী-কাকলী, বনানী শেরাটন, গুলশান অ্যাভিনিউ হয়ে গুলশানের বাসভবনে পৌঁছাবেন খালেদা জিয়া।
এই সড়কে নেতাকর্মীদের উপস্থিতির কারণে ব্যাপক যানজটের আশঙ্কা করা হচ্ছে।
বিমানবন্দর সড়কে যানজটের আশঙ্কার কথা জানিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সব বিমান সংস্থা ও যাত্রীদের আগামী মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ফ্লাইটের জন্য সময় নিয়ে বের হয়ে নির্ধারিত সময়ের আগে পৌঁছানোর অনুরোধ জানিয়েছে।
ইউএস বাংলা এয়ারলাইন্স ফেসবুকে জানিয়েছে, আগামী ৬ মে বিশেষ করে সকাল ৮টা থেকে দুপুর আড়াইটার মধ্যে যাদের ফ্লাইট রয়েছে, তাদের নির্ধারিত সময়ে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। আগামীকাল এয়ারপোর্ট অভিমুখী রাস্তায় তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। সুতরাং ফ্লাইট মিসের সম্ভাবনা এড়াতে সময় হাতে নিয়ে রওনা দিন।
ইউএস বাংলা একটি যোগাযোগের নম্বর দিয়েছে। নম্বর: ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬।
এমআইএইচ/আরবি