ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

জাতীয়

আইভীর বাড়িতে পুলিশ, অনুসারীদের জটলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১০, মে ৯, ২০২৫
আইভীর বাড়িতে পুলিশ, অনুসারীদের জটলা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করতে নগরে তার বাড়িতে অভিযানে গিয়েছে পুলিশ৷

বৃহস্পতিবার (০৮ মে) দিবাগত রাতে পুলিশ অভিযানে যায়। এই খবরে সড়কে অবস্থান নিয়েছেন তার অনুসারীরা।

জানা যায়, রাতে আইভীকে আটক করতে গেলে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশের একটি দল দেওভোগ এলাকায় অবস্থিত আইভীর বাসভবন চুনকা কুটিরে প্রবেশ করে।

এ সময় আইভীর বাড়ির প্রবেশপথের দুই সড়কে বাঁশ, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি ফেলে রাখেন অনুসারীরা। আশপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের রাস্তায় নেমে আসার আহ্বান জানানো হয়।

আইভীর বাড়ির অদূরে অবস্থিত চায়ের দোকানি আব্দুল্লাহ জানান, রাত ১১টার দিকে পুলিশের বেশ কয়েকটি গাড়ি আইভীর বাড়ির সামনে আসে। পুলিশ সদস্যরা বাড়ির ভেতর প্রবেশ করার পরই অনুসারীরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে রাস্তা অবরোধ করেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা আছে।  

এদিকে আইভী তার অনুসারীদের বলেন, তারা যেন প্রশাসনকে জানিয়ে দেন, দিনের বেলা ছাড়া তিনি যাবেন না। তাকে আটক করতে হলে দিনের বেলায় আসতে হবে।

এমআরপি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।