ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

তিস্তার পানিতে ভাসতে পারে উত্তরের চার জেলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৩, জুলাই ১৫, ২০২৫
তিস্তার পানিতে ভাসতে পারে উত্তরের চার জেলা ফাইল ছবি

অতিভারী বৃষ্টিতে হুহু করে বাড়ছে উত্তরের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি। তিস্তার পানি আগামী এক দিনে সতর্ক সীমায় উঠে বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

মঙ্গলবার (১৫ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানায়।

পাউবো নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানিয়েছেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি স্থল নিম্নচাপ বিরাজমান আছে, যার প্রভাবে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন উজানে গত ২৪ ঘণ্টায় মাঝারি-ভারী থেকে ভারী বৃষ্টিপাত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ভারত আবহাওয়া অধিদপ্তর এবং বৈশ্বিক আবহাওয়া সংস্থাসমূহের তথ্যের প্রেক্ষিতে, আগামী ১৮ জুলাই পর্যন্ত দেশের রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগ ও তৎসংলগ্ন উজান ভারতের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মি.মি./ ২৪ ঘণ্টা) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এতে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানির সমতল আগামী দুই দিন পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আগামী বুধবার (১৬ জুলাই) তিস্তা নদীর পানির সমতল বৃদ্ধি পেয়ে সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে এবং নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

একইভাবে আগামী ৩দিন রাজশাহী ও রংপুর বিভাগের মহানন্দা করতোয়া, আপার-আত্রাই, যমুনেশ্বরি, টাঙ্গন ও পুনর্ভবা নদীসমূহের পানির সমতল বৃদ্ধি পেতে পারে।

ইইউডি/এমইউএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।