ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে শাহবাগে দুপক্ষের হাতাহাতি, সরিয়ে দিল পুলিশ

ইউনিভার্সিটি করেসপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৬, আগস্ট ১, ২০২৫
‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে শাহবাগে দুপক্ষের হাতাহাতি, সরিয়ে দিল পুলিশ শাহবাগ মোড় থেকে অবরোধকারীদের সরিয়ে দেওয়া হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া

‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে রাজধানীর শাহবাগ মোড়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।

 

শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) থেকে জুলাই সনদ এবং ঘোষণাপত্রের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিলেন ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে একদল লোক। পরে ‘জুলাইযোদ্ধাদের’ আরেকটি পক্ষ অবরোধের বিরোধিতা করলে তাদের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। এরপর শুরু হয় মারধর। মারামারির সময় অবরোধকারীদের মঞ্চটি ভেঙে ফেলা হয়। একইসঙ্গে অবরোধও তুলে নেওয়া হয়।

পরে পুলিশ তাদের দুপক্ষকে শাহবাগ এলাকা থেকে সরিয়ে দেয়।

শাহবাগ অবরোধকারীদের একজন মো. ইয়াছিন বলেন, আমার পিঠে পুলিশ পিটিয়েছে। পিজি হাসপাতাল থেকে একদল এসে আমাদের ওপর হামলা করে আমাদের মঞ্চ ভেঙে দিয়েছে। তাদের মধ্যে কেউ কেউ আহত থাকলেও অধিকাংশ বাইরের, যারা আমাদের আন্দোলনকে সফল হতে দিতে চায় না।

আব্দুর রহমান নামে আরেকজন বলেন, সন্ধ্যার পর রাস্তা ছেড়ে দিয়ে শুধু অবস্থান কার্যক্রম চালিয়ে যেতাম। কিন্তু কিছু না বলে তারা আমাদের ওপর হামলা করে। আমাদের জুলাইযোদ্ধা আহত এক বোনের হাত ভেঙে গেছে লাঠির আঘাতে।

আন্দোলনের মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ বলেন, আমাদের ওপর পুলিশ আর আহতদের আরেকটি দল একসঙ্গে হামলা করেছে। আমাদের দুইজন এখন হাসপাতালে ভর্তি। অনেকে আহত। আমরা রাজু ভাস্কর্যে জড়ো হচ্ছি এখন। পরবর্তীতে আমাদের কর্মসূচি জানিয়ে দেওয়া হবে।  

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, আন্দোলনকারীরা তিন দিকের রাস্তা বন্ধ করে আন্দোলন করছিলেন। বিভিন্ন হাসপাতালে জুলাইয়ের আহত যারা চিকিৎসা নিচ্ছেন, তারা জনভোগান্তির কথা বলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছেন। এখানে পুলিশ কোনো অ্যাকশন নেয়নি।  

এফএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।