জুলাই ঘোষণাপত্র পাঠ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ‘জুলাই পুনর্জাগরণ’ এ অংশ নিতে বৃষ্টি উপেক্ষা করে দলে দলে আসছে মানুষ।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউতে অবস্থান করে এই চিত্র দেখা যায়।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানের শুরু হয় সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনার মধ্য দিয়ে। তবে সকালে তেমন জনতার ভিড় দেখা যায়নি। দুপুরের পর থেকে ধীরে ধীরে ভিড় বাড়তে শুরু করে।
এদিকে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে রাজধানীতে। বিকেলে বাড়ে বৃষ্টির তীব্রতা। তবে এর ভেতরেও অনুষ্ঠানস্থলে ভিজে ভিজে সাধারণ মানুষদের আসতে দেখা যায়। আবার অনেককে চলে যেতে দেখা যায়। আগতদের অনেকের মাথায় ছাতা দেখা যায়।
অন্যদিকে বিকেল ৫টার পর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুরু হয জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুরু হয়। পরে জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নিরাবতা পালন শেষে জুলাই ঘোষণাপত্র পাঠ শুরু হয়।
দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের বিভিন্ন জনপ্রিয় শিল্পীগোষ্ঠী, ব্যান্ড ও একক শিল্পীরা তাদের গান পরিবেশন করেন। সন্ধ্যায় দেখানো হবে ড্রোন প্রযুক্তিনির্ভর বিশেষ নাট্য-উপস্থাপনাও। অনুষ্ঠান চলবে রাত ৮টা পর্যন্ত।
এসসি/এএটি