রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর থেকে আটক রিকশাচালক মো. আজিজুর রহমানকে কোনো হত্যা মামলার আসামি করা হয়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (১৭ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ থেকে মো. আজিজুর রহমান (২৭) কে আটক করা হয়। পরদিন ১৬ আগস্ট তাকে ধানমন্ডি থানায় এপ্রিল মাসের একটি মামলার সন্দিগ্ধ আসামি (সন্দেহভাজন অপরাধী) হিসেবে আদালতে পাঠানো হয়।
তালেবুর রহমান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমসহ কিছু গণমাধ্যমে আজিজুর রহমানকে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে খবর প্রচার করা হচ্ছে। কিন্তু এটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক। মামলাটি দণ্ডবিধির অধীন একটি নিয়মিত মামলা, হত্যার সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই।
তিনি আরও জানান, এ ধরনের ভ্রান্ত তথ্য প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তাই সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে এবং বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার অনুরোধ করছি।
এমএমআই/আরবি