ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

সংস্কৃতি উপদেষ্টা ফারুকী শঙ্কামুক্ত, চিকিৎসায় বোর্ড গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২০, আগস্ট ১৭, ২০২৫
সংস্কৃতি উপদেষ্টা ফারুকী শঙ্কামুক্ত, চিকিৎসায় বোর্ড গঠন মোস্তফা সরয়ার ফারুকী

ঢাকা: কক্সবাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আপাতত আশঙ্কামুক্ত। তবে তার চিকিৎসায় হাসপাতালে বোর্ড গঠন করা হয়েছে।

রোববার (১৭ আগস্ট) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ৷

এতে বলা হয়, কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নিয়ে আসা হয়। তিনি বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন।

চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত কাজের চাপের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আপাতত তিনি শঙ্কামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন। আজ বেলা ৩টার সময় হসপিটালে বোর্ড মিটিং বসবে। চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কী হবে, তা এই বোর্ড মিটিংয়ের পরে জানানো সম্ভব হবে।

ফারুকীর বিষয়ে নির্ভরযোগ্য সূত্র ব্যতীত অন্য কোনো তথ্য দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধও জানিয়েছে মন্ত্রণালয়।

উপদেষ্টা ফারুকী কক্সবাজারে আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়লে শনিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে তাকে বিমান বাহিনীর মেডিকেল হেলিকপ্টারে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়।

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব রাতে জানান, সংস্কৃতি উপদেষ্টা গত শুক্রবার (১৫ আগস্ট) ৫ দিনের সফরে কক্সবাজার আসেন। জেলার সংস্কৃতি হাব বিষয়ক এবং জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপনসংক্রান্ত কয়েকটি সভা অনুষ্ঠানের কর্মসূচিতে তার যোগ দেওয়ার কথা ছিল।

এসকে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।