ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

২০২৪ সালের শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসিদের ট্রফি ও সনদপত্র প্রদান

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৪, আগস্ট ১৮, ২০২৫
২০২৪ সালের শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসিদের ট্রফি ও সনদপত্র প্রদান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসিদের (এয়ার) মাঝে সনদপত্র ও ট্রফি বিতরণ করেছেন/ছবি: আইএসপিআর

২০২৪ সালের শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসিদের (এয়ার) ট্রফি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সোমবার (১৮ আগস্ট) ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ বিমান বাহিনী সদরদপ্তরে অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসিদের (এয়ার) মাঝে সনদপত্র ও ট্রফি বিতরণ করেন।

 

অসাধারণ পেশাদারিত্ব, দক্ষতা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে কর্মজীবনে অর্পিত দায়িত্ব সুচারুরূপে সম্পন্ন করার স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালের জন্য নির্বাচিত ছয়জন শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যদের ট্রফি ও সনদপত্র বিতরণ করা হয়।  

ট্রফি ও সনদপত্র বিতরণ শেষে বিমান বাহিনী প্রধান সবার উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসির (এয়ার) ট্রফি ও সনদপত্রপ্রাপ্ত সদস্যদের বিমান বাহিনী প্রধান অভিনন্দন জানান এবং তাদের এই সম্মাননা কর্মক্ষেত্রে সফলতার স্বীকৃতিস্বরূপ যা অন্যান্যদের মাঝে অনুপ্রেরণা সৃষ্টি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।  

অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধানরা, ঘাঁটি/ইউনিটের এয়ার অধিনায়করা, বিমান সদরের পরিচালকরা, ঊর্ধ্বতন কর্মকর্তাদের এবং বিভিন্ন ঘাঁটি হতে আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গণমাধ্যমকে এই তথ্য জানান।

এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।