ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সরকার গঠন করতে বললেন রাষ্ট্রপতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৯
সরকার গঠন করতে বললেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষা‍ৎ করতে এলে রাষ্ট্রপতি ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ছবি: বাংলানিউজ

ঢাকা: আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সরকার গঠন করতে বলেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ কথা বলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ কথা জানান।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের নিরঙ্কুশ বিজয়ের পর সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যান শেখ হাসিনা।

বিকেল ৪টায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের শীর্ষ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট ২৮৮টি আসনে জয় লাভ করেছে। অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোট ঐক্যফ্রন্ট পেয়েছে ৭টি আসন।

বৃহস্পতিবার শপথ গ্রহণের পর আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় শেখ হাসিনাকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা এবং সংসদীয় দলের সভাপতি নির্বাচন করা হয়।

আওয়ামী লীগের এ বিজয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন এবং প্রধানমন্ত্রী হতে চলেছেন শেখ হাসিনা।

সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন রাষ্ট্রপতি এবং নতুন সরকারের মন্ত্রিসভার শপথ পড়াবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৯
এমইউএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।