ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বাঘায় বাসের ধাক্কায় যুবলীগের কর্মী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৪৯, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
বাঘায় বাসের ধাক্কায় যুবলীগের কর্মী নিহত

রাজশাহী: রাজশাহীর বাঘা পৌরসভার মাজার গেটের সামনে বাসের ধাক্কায় মোহাম্মদ রবি (২৮) নামে এক যুবলীগের কর্মী নিহত হয়েছেন।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



নিহত রবি পৌর এলাকার মিলিকবাঘা গ্রামের আরমানের ছেলে। তিনি যুবলীগের কর্মী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ জানান, পিকনিকের একটি বাস বাঘা মাজার গেটের সামনে পথচারী রবিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা রবিকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মইনুল হক তাকে মৃত ঘোষণা করেন। বাসটি পাবনার ইশ্বরদীর দিকে যাচ্ছিল।

বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।