ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

কুমিল্লা উত্তর আ.লীগের সভাপতি আউয়াল, সম্পাদক জাহাঙ্গীর

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৮, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
কুমিল্লা উত্তর আ.লীগের সভাপতি আউয়াল, সম্পাদক জাহাঙ্গীর আব্দুল আউয়াল সরকারও জাহাঙ্গীর আলম সরকার

চান্দিনা (কুমিল্লা): দীর্ঘ ১৮ বছর পর কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এতে উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আউয়াল সরকারকে সভাপতি ও জাহাঙ্গীর আলম সরকারকে পুনরায় সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।



শনিবার (১৩ ফেব্রুয়ারি)  বিকেল পৌনে ৪টায় চান্দিনা মহিলা ডিগ্রি কলেজ মাঠে সম্মেলনের প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম তিন বছরের জন্য নতুন কমিটির সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করেন।

এছাড়া আগামী এক সপ্তাহের মধ্যে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে সিনিয়র নেতাদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন শেখ সেলিম।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।