বরগুনার আমতলীতে বজ্রপাতে রিপন হাওলাদার (২৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের আলগী গ্রামের এ ঘটনা ঘটে।
নিহত রিপন ওই গ্রামের বশির হাওলাদারের ছেলে।
আমতলী থানার গাজীপুর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে নিজ বাড়ির সামনের মাঠ থেকে গরু আনতে যান রিপন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এতথ্য নিশ্চিত করে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৫
এসআরএস