সাতক্ষীরা: আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাতক্ষীরা জেলা কমিটি পুনর্গঠন করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) শহরের ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত দলের এক সভায় গোপন ভোটের মাধ্যমে জেলা কমিটি পুনর্গঠন করা হয়।
কমিটিতে সর্বোচ্চ ভোট পেয়ে আহবায়ক নির্বাচিত হয়েছেন মো: আলমগীর হুসাইন, যুগ্ম আহবায়ক আসিফ মোহাম্মাদুল্লাহ লায়ন, সদস্য সচিব জি এম সালাউদ্দীন শাকিল এবং যুগ্ম সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মো: আজহারুল ইসলাম ও ইঞ্জিনিয়ার শেখ আবিদ হোসেন।
কমিটি পুর্নগঠন উপলক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল।
মো: আলমগীর হুসাইনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইয়ামিনুর রহমান, এবি যুব পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাদীউজ্জামান খোকন ও ঝিনাইদহ জেলার আহবায়ক অ্যাডভোকেট. মো: মতিয়ার রহমান।
আরও উপস্থিত ছিলেন, জেলা শাখার ক্রীড়া বিষয়ক সম্পাদক মনঞ্জুরুল আলম রিপন, পৌর শাখার আহবায়ক মো. কামরুজ্জামান লিটন, সদর উপজেলা শাখার আহবায়ক জি এম সালাউদ্দিন শাকিল, সদর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক হাকাম নাজমুস সামাদ, দেবহাটা উপজেলা শাখার আহবায়ক মো: আজহারুল ইসলাম, শ্যামনগর উপজেলা শাখার সমন্বয়ক ইঞ্জিনিয়ার শেখ আবিদ হোসেন, জেলা মহিলা পার্টির আহবায়ক জেসমিন নাহার কমলা ও পৌর মহিলা পার্টির আহবায়ক তাজিনুর খাতুন উমি।
সভার শুরুতে এবি পার্টির প্রয়াত জেলা আহবায়ক আব্দুল কাদেরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং তার স্মৃতিচারণ করেন পার্টির সদস্যরা।
সভায় পূর্বের জেলা কমিটি ভেঙে দেওয়া হয়। পরে উপস্থিত নেতাকর্মীদের গোপন ভোটের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলা কমিটির নতুন নেতৃত্ব নির্বাচন করেন।
প্রসঙ্গত, গত ২১ জুন এবি পার্টির জেলা আহবায়ক আব্দুল কাদের আকস্মিক মৃত্যুবরণ করেন। এতে জেলা এবি পার্টির আহবায়কের পদ শূন্য হয়ে পড়ে।
এমআরএম