ঢাকা, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

সারাদেশ

সাবেক মেয়র সাদিকের ঘনিষ্ট আ.লীগ নেতা তারিক গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৫, মে ১১, ২০২৫
সাবেক মেয়র সাদিকের ঘনিষ্ট আ.লীগ নেতা তারিক গ্রেপ্তার কাজী মুনিরউদ্দিন তারিক

বরিশাল: বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ঘনিষ্ট কাজী মুনিরউদ্দিন তারিককে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শুক্রবার (৯ মে) দিনগত রাতে নগরীর রুপাতলীর তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র থেকে জানা যায়, সাদিক আব্দুল্লাহর একান্ত সহযোগী হিসেবে পরিচিত কাজী মুনিরউদ্দিন তারিক নামে-বেনামে গড়েছেন অঢেল সম্পদ। এক সময়ে কোনোমতে সংসার চালাতে কষ্ট হওয়া তারেক এখন শত কোটি টাকার মালিক বলে জানা গেছে। নগরীর রুপাতলীতে গড়েছেন আলিশান বাড়ি। এছাড়া নামে বেনামে রয়েছে একাধিক জমি। মেয়র থাকাকালীন সাদিক আব্দুল্লাহর বাসায় প্রবেশ করতে হলে তারেকের পূর্বানুমতি লাগতো বলে জানিয়েছে নেতাকর্মীসহ ভুক্তভোগী একাধিক বাসিন্দা।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর ঘনিষ্ট সহযোগী কাজী মুনিরউদ্দিন তারিককে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে জুলাই গণঅভ্যুথানে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় পাঁচটি মামলা রয়েছে। সেই মামলায় তারিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।