নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় বাজারে চা পান করতে যাওয়ার পর খাজা মোল্লা (৪২) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত খাজা মোল্লা ইতনা ইউনিয়নের পার ইছাখালি গ্রামের লবা মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য শাহাদুল শেখের সঙ্গে ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ শেখের বিরোধ রয়েছে। খাজা মোল্লা ইউপি সদস্যের পক্ষের লোক। তিনি সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত না থাকলেও আওয়ামী লীগের সমর্থক ছিলেন।
নিহতের স্বজনরা জানান, বুধবার সকালে খাজা বাড়ি থেকে চা পানের জন্য কুমারডাঙ্গা বাজারে রবিউলের দোকানে যান। এসময় সেখানে প্রতিপক্ষ কুমারডাঙ্গা গ্রামের পলাশের নেতৃত্বে ১৫/২০ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে খাজাকে ঘিরে ফেলে। পরে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে চলে যান তারা। এ অবস্থায় খাজাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বোন রেখা বেগম বলেন, পলাশ ও তার লোকজন এলাকায় বিভিন্ন সময় লোকজন ভয়ভীতি দেখায় ও নাশকতার মামলা দিয়ে হয়রানি করছে। জমির ফসল ও গাছ কেটে নিয়ে গেছে। আজ সকালে খাজা চা খেতে কুমারডাঙ্গা বাজারে গেলে পলাশ লোকজন নিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।
এ ব্যাপারে জানতে পলাশকে বার বার ফোন কল দিলেও তিনি রিসিভ করেননি।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বাংলানিউজকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এসআই