ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

বাঘাইছড়িতে নদীতে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪০, সেপ্টেম্বর ১২, ২০২৫
বাঘাইছড়িতে নদীতে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রের প্রতীকী ছবি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং নদীতে ডুবে ইশতিয়াক হোসেন সায়মন (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার মধ্যমপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত সায়মন ওই পাড়ার শরিফ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়ির পাশে কাচালং নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সায়মন। এরপর স্বজনরা নদী থেকে তাকে উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। ন

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।