ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

সারাদেশ

তরুণ প্রজন্মের ভোট বিপ্লবে গণতন্ত্র পুনরুদ্ধার হবে: আজিজুল বারী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৯, মে ১৭, ২০২৫
তরুণ প্রজন্মের ভোট বিপ্লবে গণতন্ত্র পুনরুদ্ধার হবে: আজিজুল বারী

খুলনা: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপির গত ১৭ বছরের লাগাতার আন্দোলন-সংগ্রামে লাখ লাখ নেতাকর্মীকে বিনা অপরাধে মাসের পর মাস জেলখানায় কাটাতে হয়েছে। খুন-গুম, হামলা-মামলা, নির্যাতন-নিপীড়নে আওয়ামী ফ্যাসিস্ট সরকার সর্বকালের বর্বরোচিত ইতিহাস ভঙ্গ করেছিল।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পালিয়ে গেছে নয় মাসের অধিক। এখনো গণতন্ত্র ফিরে আসেনি। এবার তরুণ প্রজন্মের ভোট বিপ্লবের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। সে কারণেই খুলনা-বরিশাল বিভাগীয় তারুণের রাজনৈতিক অধিকার সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শুক্রবার (১৬ মে) বেলা ১১টার দিক খুলনা মহানগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে জেলা বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু। এতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, নয়টি উপজেলা ও দুটি পৌরসভা বিএনপির শীর্ষ নেতা এবং ইউনিয়ন বিএনপির সভাপতি/আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিবরা অংশগ্রহণ করেন। শনিবারের (১৭ মে) বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফলের সর্বশেষ প্রস্তুতি হিসেবে সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, মো. তৈয়েবুর রহমান, এসএম শামীম কবির, গাজী তফসির আহমেদ, জিএম কামরুজ্জামান টুকু, অধ্যাপক মনিরুল হক বাবুল ও এনামুল হক সজল, জেলা বিএনপির সদস্য চৌধুরী কাওসার আলী, মোল্লা মাহবুবর রহমান, শাকিল আহমেদ দিলু, মো. হাফিজুর রহমান, মল্লিক আব্দুস সালাম, মনির হাসান টিটো, আশরাফুল ইসলাম নূর, জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আতাউর রহমান রনু ও সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, জেলা ছাত্রদলের গোলাম মোস্তফা তুহিন, পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডা. মো. আব্দুল মজিদ, সেলিম রেজা লাকি, তুষার কান্তি মণ্ডল, দিঘলিয়ার এম সাইফুর রহমান মিন্টু, আব্দুর রকিব মল্লিক, রূপসার মোল্লা সাইফুর রহমান, মো. জাবেদ হোসেন মল্লিক, বটিয়াঘাটার মো. এজাজুর রহমান শামীম, আল আমিন সানা, কয়রার অ্যাডভোকেট মঞ্জুর আলম নান্নু প্রমুখ।

এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।