ঢাকা, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

সারাদেশ

হিলিতে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩০, জুলাই ১৩, ২০২৫
হিলিতে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

দিনাজপুরের হিলিতে চোর সন্দেহে বাড়িতে আটকে রেখে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন, যাকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (১২ জুলাই) বিকেলে হাকিমপুর উপজেলার মালেপাড়া এলাকার রাব্বী নামের এক ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত বাবলু (৩২) উপজেলার চুড়িপট্টি এলাকার বাসিন্দা এবং আব্দুল খালেকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ি থেকে স্বর্ণালঙ্কার চুরির অভিযোগে শুক্রবার রাতে দুইজনকে সন্দেহভাজন হিসেবে ধরে এনে রাব্বীর বাড়িতে আটকে রাখা হয়। তাদের রাতভর মারধর করা হয় বলে অভিযোগ স্থানীয়দের।

শনিবার বিকেলে মারধরের একপর্যায়ে বাবলু নামে একজনের মৃত্যু হয়। খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা রাব্বীর বাড়িতে ভাঙচুর চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক তাৎক্ষণিকভাবে ইমার্জেন্সি অফিসার এসআই অশ্বিনী রায়সহ একটি পুলিশ দল ঘটনাস্থলে পাঠান। পরে তিনি নিজেও ঘটনাস্থলে পৌঁছান।

ওসি নাজমুল হক বলেন, দুপুরের পর জানতে পারি মালেপাড়া রাব্বীর বাড়িতে চোর সন্দেহে দুইজনকে আটক রেখে মারধর করা হয়েছে। এরপর ৩০-৪০ মিনিট পর জানতে পারি একজন মারা গেছে। ঘটনাস্থল থেকে রাব্বীর শাশুড়ি লিনা পারভীন এবং স্থানীয় জিয়া উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।