হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবাসপুর এলাকায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন— চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পঞ্চাশ গ্রামের বাসিন্দা খন্দকার মানিক মিয়া (৬০) এবং বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের রফিকুল ইসলাম (৩০)। এ ঘটনায় ভবন নির্মাণের ঠিকাদার মোবাশ্বির মিয়া আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, সাবাসপুর এলাকায় খন্দকার আনোয়ার হোসেনের মালিকানাধীন একটি নির্মাণাধীন বহুতল ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নামেন মানিক ও রফিকুল। ট্যাংকের ভেতরে সাটারিং খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসের সংস্পর্শে পড়েন তারা। কিছুক্ষণের মধ্যেই দুজনই অচেতন হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাদের উদ্ধারে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ঠিকাদার মোবাশ্বির মিয়া।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল স্টেশন অফিসার আরিফুল ইসলামের নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ঘটনাস্থলে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান এবং থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম বলেন, ট্যাংকে নামার কিছুক্ষণের মধ্যেই বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়। এটি একটি অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক ঘটনা।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কান্ত নাথ বলেন, ঘটনাটি আমাদের জন্য খুবই মর্মান্তিক। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমজে