ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

সারাদেশ

বকেয়া পরিশোধের দাবিতে খুলনায় পাটকল শ্রমিকদের অনশন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪১, মে ২০, ২০২৫
বকেয়া পরিশোধের দাবিতে খুলনায় পাটকল শ্রমিকদের অনশন অনশনরত শ্রমিকদের জুস ও পানি পান করাচ্ছেন জুট মিলের মালিক আব্দুল মান্নান তালুকদার ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল ইসলাম।

খুলনা: বকেয়া পরিশোধসহ ছয় দফা দাবিতে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে অনশন কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা।

খুলনা শিল্পাঞ্চলের বন্ধ বেসরকারি জুট মিল মহসেন, সোনালী, এ্যাজাক্স জুট মিল, আফিল, জুট স্পিনার ও হুগলি বিস্কুট কোম্পানির ছাঁটাই হওয়া শ্রমিক ও কর্মচারীদের গ্র্যাচুইটি, পিএফসহ যাবতীয় পাওনা পরিশোধ ও ফ্যাসিবাদী সরকারের দোসর মালিকদের শাস্তিসহ ছয় দফা দাবিতে তারা মঙ্গলবার (২০ মে) বেলা ১১টায় অনশন শুরু করেন।

দুপুর ১টায় অনশনরত শ্রমিক ও কর্মচারীদের জুস ও পানি পান করিয়ে অনশন ভাঙান এ্যাজাক্স জুট মিলের মালিক আব্দুল মান্নান তালুকদার ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল ইসলাম।

বেসরকারি পাট সুতা ও বস্ত্র কল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে ও ফেডারেশনের সভাপতি গোলাম রসুল খানের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল ইসলাম।

তিনি বলেন, আমি বিনা দোষে প্রায় সাত বছর কারা ভোগ করেছি। আমি আগামী ঈদুল আজহার আগে এ্যাজাক্স জুট মিলের শ্রমিক ও কর্মচারীদের পাওনার একটি অংশ পরিশোধ এবং চলতি বছরের মধ্যে শ্রমিকদের সব পাওনা পরিশোধ করার প্রতিশ্রুতি দিচ্ছি।

অনশন শেষে শ্রমিক নেতারা ও এ্যাজাক্স জুট মিলের মালিক আব্দুল মান্নান খুলনা জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ফেডারেশনের সহ-সভাপতি আমজাদ হোসেন, আব্দুল ওহাব, বীর মুক্তিযোদ্ধা আজাহার মাতব্বর, ওদুদ হোসেন, মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন, হুগলি বিস্কুট কোম্পানি শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।