ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

সারাদেশ

নাশকতা মামলা: অমিতসহ বিএনপির ৩৯১ নেতাকর্মী খালাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৫, মে ২২, ২০২৫
নাশকতা মামলা: অমিতসহ বিএনপির ৩৯১ নেতাকর্মী খালাস

যশোর: নাশকতা মামলায় পেয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ যশোর জেলা বিএনপির ৩৯১ জন নেতাকর্মী।  

বৃহস্পতিবার (২২ মে) যশোরের পৃথক দুটি আদালত নাশকতার পৃথক দুটি মামলায় এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১ অক্টোবর মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে তৎকালীন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন-বিক্ষোভ কর্মসূচি আয়োজন করে জেলা বিএনপি। এ সময় অ্যাডভোকেট সৈয়দ সাবুসহ বিএনপির আটজন নেতাকর্মীকে আটক করে পুলিশ।

এ ঘটনায় কোতোয়ালি থানায় অনিন্দ্য ইসলাম অমিত, সৈয়দ সাবেরুল হক সাবু, দেলোয়ার হোসেন খোকন, মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু, আব্দুস সালাম আজাদ, হাজী আনিছুর রহমান মুকুলসহ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও উপজেলা বিএনপির নেতারাসহ মোট ১৭৬ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ।

মামলাটি যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতে বিচারাধীন ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে সাক্ষীদের হাজির হওয়ার নির্দেশনা দিলেও কেউ আদালতে উপস্থিত হননি। অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় বিচারক এস. এম. আশিকুর রহমান বৃহস্পতিবার মামলার সকল আসামিকে খালাস দেন।

এছাড়া ঝিকরগাছা উপজেলার আরও একটি পৃথক মামলায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের ২১৫ জন নেতাকর্মীকে খালাস দিয়েছেন আরও একটি আদালত।

আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ২৮ নভেম্বর ঝিকরগাছা বাসস্ট্যান্ড এলাকায় নাশকতার অভিযোগে স্থানীয় থানার তৎকালীন এসআই সৈয়দ কামরুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে এসআই মোস্তাফিজুর রহমান অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

মামলাটি বিচারাধীন ছিল অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতে। বৃহস্পতিবার চার্জ গঠনের দিন ধার্য থাকলেও রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় বিচারক জুয়েল অধিকারী সব আসামিকে খালাস দেন।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।