ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

সারাদেশ

চেক জালিয়াতির মামলায় এনসিপি নেতার কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১০, জুন ১৯, ২০২৫
চেক জালিয়াতির মামলায় এনসিপি নেতার কারাদণ্ড

বান্দরবান: বান্দরবানে চেক জালিয়াতির মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ শহীদুর রহমান সোহেলকে তিন মাসের কারাদণ্ড এবং অর্থদণ্ড দিয়েছেন আদালত।

গত ২৬ মে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. নুরু মিয়া এ রায় দিলেও বিষয়টি বৃহস্পতিবার (১৯ জুন) জানাজানি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. খলিল।

মামলার এজাহার থেকে জানা যায়, শহীদুর রহমান সোহেল ব্যবসায়িক প্রয়োজনে মোহাম্মদ হারুনুর রশিদের কাছ থেকে দুই লাখ ১৮ হাজার টাকা ধার নেন। নির্ধারিত সময়ে অর্থ পরিশোধ না করায় ২০২৪ সালের ১০ জানুয়ারি বান্দরবান পৌরসভা মার্কেট ভবনে এক সালিশি বৈঠক হয়, সেখানে হারুনকে ব্যাংকের একটি চেক দেন সোহেল। তবে অভিযোগকারী তিন দফায় চেকটি ব্যাংকে জমা দিতে যান। কিন্তু সোহেলের ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় প্রতিবারই চেকটি প্রত্যাখ্যাত হয়। পরে একাধিকবার টাকা ফেরতের জন্য অনুরোধ করা হলেও সোহেল কোনো গুরুত্ব না দেওয়ায় অভিযোগকারী আইনের আশ্রয় নেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. খলিল জানান, টাকার বিষয়ে একাধিক সালিশ হলেও কোনো সমাধান হয়নি, শেষ পর্যন্ত ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর চেক প্রতারণা আইনে মোহাম্মদ হারুনুর রশিদ মামলা করেন। বিচার প্রক্রিয়া শেষে আদালত অভিযুক্ত শহীদুর রহমান সোহেলকে দোষী সাব্যস্ত করে তিন মাসের কারাদণ্ড ও ধার নেওয়া অর্থের সমপরিমাণ অর্থ জরিমানা করেন।  

এদিকে এ বিষয়ে জানার জন্য জাতীয় নাগরিক পার্টির বান্দরবান জেলা শাখার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ শহীদুর রহমান সোহেলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো.আবদুল করিম বলেন, এ সংবাদটি বিভিন্ন মাধ্যমে প্রচারের পর আমরা এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছি।  

গত ১৫ জুন সকালে বান্দরবানের একটি রেস্টুরেন্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বান্দরবান জেলা শাখার আয়োজনে সাংবাদিকদের সঙ্গে প্রথম মতবিনিময় সভা হয়। সভায় জাতীয় নাগরিক পার্টি বান্দরবান জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে শহীদুর রহমান সোহেল সবার সঙ্গে পরিচিত হন এবং এলাকার উন্নয়নে কাজ করে যাওয়ায় আশাবাদ ব্যক্ত করেন।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।