মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকে চার তরুণের প্রাণ গেছে। এ ঘটনায় আরেকজনকে আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে এই তথ্য নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম (ওসি) বাংলানিউজকে জানান, রাত দেড়টার দিকে শ্রীমঙ্গলের হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকে পড়ে চার তরুণ প্রাণ হারিয়েছেন।
নিহতরা হলেন- রানা নায়ক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)। তারা সবাই শ্রীমঙ্গল হরিণছড়া বাগানের চা শ্রমিকের সন্তান। আর আহত রবি বুনার্জী (২০) হাসপাতালে রয়েছেন।
মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে রাতের দায়িত্বে থাকা চিকিৎসক সব্যসাচী পাল তমাল বাংলানিউজকে বলেন, যে চারজনকে রাতে আমাদের কাছে নিয়ে আসা হয়, তারা সবাই মৃত ছিলেন। পরে রবি বুনার্জী নামে একজনকে আনা হলে তাকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।
বেলা ১১টার পর তিনি জানান, নিহতদের স্বজনরা জানিয়েছেন, মোবাইল ফোন পড়ে যাওয়ায় তারা সেপটিক ট্যাংকে নেমেছিলেন। তবে ওই সেপটিক ট্যাংক এক রিং-বিশিষ্ট। একসঙ্গে চারজন কেন নামলেন, তা নিয়ে রহস্য রয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
বিবিবি/আরবি/আরএইচ