ভোলা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ভোলার পাসের হার ৫৪ দশমিক ৭০ শতাংশ। এবছর জেলাটি থেকে পরীক্ষায় মোট ১৭ হাজার ৩৭২ জন অংশ নিয়েছে।
পাসকৃত শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৩ হাজার ৬০৪ জন এবং ছাত্রী ৪ হাজার ২৫৮ জন।
বরিশাল শিক্ষা বোর্ড থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সূত্র জানায়, গত বছরের তুলনায় পাসের হার প্রায় অর্ধেক কমেছে। গত বছর পাসের হার ছিল ৮৯ দশমিক ২৭ শতাংশ। তবে পাসের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে বরিশাল বিভাগে পাসের হারে ভোলা চতুর্থতম স্থান অর্জন করেছে।
এছাড়া শতভাগ পাস করেছে একটি বিদ্যালয় এবং করেনি এমন বিদ্যালয় রয়েছে তিনটি। সেগুলো হলো- চরফ্যাশন উপজেলার ফরিদাবাদ হাইস্কুল ও শামিম মেমোরিয়াল গার্লস স্কুল এবং তজুমদ্দিন উপজেলার নিশ্চিন্তপুর শিকদার বাজার মডেল স্কুল।
জেলায় মোট বিদ্যালয় ২১৯টি।
এসআরএস