বগুড়ার ধুনটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আজিজুল হাকিম (১৯) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন।
শনিবার (১২ জুলাই) দুপুরের দিকে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার (১১ জুলাই) রাত ১১টার দিকে ধুনট-শেরপুর সড়কের একটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজুল বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর এলাকার সোলাইমান আলীর ছেলে।
আহতরা হলেন- একই এলাকার আবু বক্কার (১৭) ও নয়ন মিয়া (১৮)। তারা বর্তমানে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, শুক্রবার রাত ১১টার দিকে ধুনট থেকে বেপরোয়া গতিতে মোটরসাইকেলে করে তিন যুবক শেরপুরের দিকে যাচ্ছিলেন। পথে একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনজনই গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে বগুড়ায় শজিমেক হাসপাতালে নেওয়ার পথে আজিজুলের মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসআরএস