পাবনার ঈশ্বরদীতে বালুমহাল দখল নিতে ফিল্মি স্টাইলে ফের এলোপাতাড়ি গুলি করার অভিযোগ উঠেছে লালপুরের কাকন বাহিনীর বিরুদ্ধে। বাহিনীটির গুলিতে সোহান হোসেন (২৮) নামে এক রাখাল গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার (১২ জুলাই) সকালে ঈশ্বরদী উপজেলার সাড়া ইউনিয়নের সাড়া ও ইসলামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ সোহান ঈশ্বরদীর মাজদিয়া চৌধুরীপাড়ার সাহাবউদ্দিন মোল্লার ছেলে। আহতাবস্থায় তাকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুলিশ, বালু ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাবনার ঈশ্বরদী, কুষ্টিয়ার ভেড়ামারা ও দৌলতপুর, নাটোরের লালপুরসহ বিভিন্ন এলাকার বালুমহাল নিয়ন্ত্রণ করছে লালপুরের ‘কাকন বাহিনী’ নামে পরিচিত একটি সন্ত্রাসী গোষ্ঠী। অধিকাংশ ঘাট দখলে থাকলেও সাড়াঘাটের বৈধ ইজারাদার থাকায় তা তাদের নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হয় বাহিনীটি।
এর আগে গত ৫ জুন একই ঘাটে ফিল্মি স্টাইলে গুলিবর্ষণ করে কাকন বাহিনী, যা দেশব্যাপী সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং গণমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর কিছুদিন তারা নীরব থাকলেও ১২ জুলাই সকালে ফের স্পিডবোট ও নৌকায় এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় ঘাস কাটতে থাকা রাখাল সোহান গুলিবিদ্ধ হন।
ঘটনার পর থেকেই ঘাট এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি। শুনেছি একজন রাখাল গুলিবিদ্ধ হয়েছেন। তবে তার নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।
সরকারি অনুমোদিত ইজারাদার মেহেদী হাসান ও টনি বিশ্বাস বলেন, লালপুরের আওয়ামী লীগ নেতা কাকন ও ঈশ্বরদী যুবলীগের যুগ্ম সম্পাদক মিলন চৌধুরী সন্ত্রাসী বাহিনী ব্যবহার করে বৈধ-অবৈধ সব বালুমহাল নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আমরা সরকারকে রাজস্ব দিয়ে বৈধভাবে বালু ব্যবসা করছি। তারা আমাদের কাছে চাঁদা দাবি করছে। আমরা অস্বীকৃতি জানালে বারবার এমন সশস্ত্র হামলা চালানো হচ্ছে ।
অভিযুক্ত আওয়ামী লীগ নেতা কাকন ও যুবলীগ নেতা মিলন চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এসআরএস