ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

সারাদেশ

চাঁদাবাজদের যে সিস্টেম টিকিয়ে রেখেছে, সেই সিস্টেমের পতন চাই: নাহিদ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪১, জুলাই ১৪, ২০২৫
চাঁদাবাজদের যে সিস্টেম টিকিয়ে রেখেছে, সেই সিস্টেমের পতন চাই: নাহিদ  বক্তব্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম

গণঅভ্যুত্থানের পরও বাংলাদেশে চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা বলেছিলাম এই চাঁদাবাজ আর মাফিয়াদের যে সিস্টেম বাঁচিয়ে রাখে, সেই সিস্টেমের পতন চাই। কিন্তু দেখেছি, সেই সিস্টেমকে টিকিয়ে রেখেছে একটি দল।

চাঁদাবাজ আর দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে।

সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় বরগুনা শহরের পৌর মার্কেট চত্বরে এনসিপির দেশ গড়ার চলমান পথযাত্রা কর্মসূচির এক পথসভায় তিনি একথা বলেন।

পুরান ঢাকায় বরগুনার সন্তান ব্যবসায়ী সোহাগ হত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আপনারা কয়েকদিন আগে ঢাকায় দেখেছেন এই বরগুনা এলাকার সন্তান সোহাগকে কী বিভৎসভাবে পাথর দিয়ে জনসম্মুখে হত্যা করা হয়েছে। বরগুনাবাসী কি এই পাথর মেরে হত্যার রাজনীতি দেখতে চায়? বরগুনাবাসী কি এই চাঁদাবাজির রাজনীতি দেখতে চায়?

তিনি আরও বলেন, আপনাদের সন্তানকে ঢাকা শহরে যেভাবে হত্যা করা হয়েছে, আপনারা প্রতিবাদ করুন।  

বরগুনা ও উপকূলীয় উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, আমরা চাই এই বরগুনার নদী-সমুদ্র রক্ষা হোক, উপকূল সুরক্ষিত হোক, মানুষের স্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিত হোক।

তিনি আরও বলেন, গণহত্যার বিচার আর নতুন বাংলাদেশের জন্য আমরা সংস্কার চাই। আমরা চাই নির্বাচন কমিশন থেকে শুরু করে দুদক পর্যন্ত সব জায়গায় নিরপেক্ষ নিয়োগ হোক। প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ন্ত্রিত থাকবে এটাই আমাদের দাবি।

দেশের রাজনৈতিক বাস্তবতা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করব। বাংলাদেশে ভারতপন্থী কিংবা পাকিস্তানপন্থী রাজনীতির কোনো স্থান হবে না। আমরা দেখেছি, একটা দল ইতিহাসে এক সময়ে পাকিস্তানপন্থীদের পুনর্বাসন করেছিল, এখন গণঅভ্যুত্থানের পর তারা আবার মুজিববাদীদের পুনর্বাসন করছে। আমি স্পষ্ট ভাষায় বলছি বাংলাদেশে মুজিববাদীদের রাজনীতি হবে না, চাঁদাবাজদের রাজনীতি হবে না।

সভায় এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের পথযাত্রাকে রুদ্ধ করার চক্রান্ত চলছে। স্পষ্টভাবে বলছি বাধা দিলে বাধবে লড়াই, সেই লড়াইয়ে আমরাই জিতবো। তরুণ প্রজন্মকে দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে।

এতে বরগুনায় প্রথমবারের মতো উপস্থিত হন এ জেলার জামাতা এবং এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। তাকে স্লোগানের মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়।

পথসভায় সারজিস আলম বলেন, শোনা গেছে হাসিনা দক্ষিণাঞ্চলকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছেন। কিন্তু বরগুনায় এসে দেখি—রাস্তাঘাট গর্ত আর পানিতে ডুবে আছে।

তিনি আরও বলেন, অভ্যুত্থানের সময় এই সদর থানার ওসি আমাদের সহযোদ্ধাদের ওপর লাঠিচার্জ করেছেন। আমি বলছি, পুলিশ ভাইয়েরা জনগণের পুলিশ হন, কোনো দলের পুলিশ হলে ভবিষ্যতের বাংলাদেশে আপনাদের স্থান হবে না। ২৪ সালে পার পেয়েছেন, কিন্তু পরের বার জান নিয়ে পালাতেও পারবেন না।

এসময় উপস্থিত ছিলেন- এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব জাফরিন জারা, শামান্তা শারমিন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম অঞ্চলীয় সমন্বয়ক তালাত মোহাম্মদ রাফি।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।