দিনাজপুর: বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দিনাজপুরের পার্বতীপুরে মহিবুল ইসলাম (২৩) নামে এক যুবককে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
মহিবুল পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের উত্তর আটরাই গ্রামের হাদী উজ্জামানের ছেলে। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তিনি।
জানা গেছে, শুক্রবারের (১৯ সেপ্টেম্বর) বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার খবর পেয়ে ছায়া তদন্তে নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। বিষয়টি বুঝতে পেরে গা ঢাকা দেন মহিবুল।
পরে বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনে পার্বতীপুরে বাড়ির উদ্দেশ্যে রওনা হন মহিবুল। তথ্য প্রযুক্তির সহযোগিতায় মহিবুলের ট্রেন যাত্রার বিষয়টি জানতে পেয়ে গোয়েন্দা পুলিশ ট্রেনে থাকা রেল পুলিশের সহযোগিতায় তাকে শনাক্ত করে। এরপর দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বিরামপুর রেল স্টেশন থেকে ট্রেনে উঠে পার্বতীপুর জংশন রেল স্টেশনে মহিবুলকে নামিয়ে নেয়।
দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক মহিবুলকে রাতেই ডিএমপির ডিবি পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।
এসআই