ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

সারাদেশ

সিলেট সীমান্তে সোয়া কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য আটক 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৭, জুলাই ১৫, ২০২৫
সিলেট সীমান্তে সোয়া কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য আটক 

সিলেট: সিলেট সীমান্তে ভারতীয় কোটি টাকার চোরাইপণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

মঙ্গলবার (১৫ জুলাই) এক গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ ৪৮ বিজিবির সদস্যরা সীমান্তবর্তী সংগ্রাম, তামাবিল, বিছনাকান্দি, প্রতাপপুর, দমদমিয়া ও উৎমা বিওপি এলাকায় অভিযান পরিচালনা করেন।

 

অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য শাড়ি, স্কিন ব্রাইট ক্রিম, সুপারি, চিনি, বিড়ি, জিরা, টমেটো, সাবান, আইবল ক্যান্ডি, মুভ ক্রিম, ডেরোবিন অয়েন্টমেন্ট, চকলেট, মোটরসাইকেল, মদ ও বিয়ার জব্দ করা হয়।

আটককৃত মালামালের সিজার মূল্য আনুমানিক এক কোটি ২৭ লাখ ৮৫ হাজার ৬৯০ টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।  

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল নাজমুল হক বলেন, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতার ধারাবাহিকতায় বিপুল পরিমাণ চোরাইপণ্য আটক করা হয়েছে। আটককৃত চোরাচালানি মালামালগুলোর বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।