৬ষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীকে পিটিয়ে জখম করার অভিযোগে শহীদ ক্যাডেট একাডেমি সিরাজগঞ্জ শাখার পরিচালকসহ দুই শিক্ষকের নামে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) আহত শিক্ষার্থীর বাবা মো. সোহেল রানা বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানা আমলি আদালতে মামলাটি করেন।
মামলার আসামিরা হলেন- শহীদ ক্যাডেট একাডেমি সিরাজগঞ্জ শাখার সহকারী শিক্ষক মো. বুলবুল (৪২) ও পরিচালক মো. হাসানুজ্জামান রঞ্জু (৬০)।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিখিল চন্দ্র ঘোষ এতথ্য নিশ্চিত করে জানান, বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাসেল মাহমুদ মামলাটি আমলে নিয়ে সদর থানাকে এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন।
মামলায় বাদী মো. সোহেল রানা উল্লেখ করেন, প্রায় সাত মাস ধরে তার ছেলে এস এম ফারহান সাদিক ফাহিম (১২) শহীদ ক্যাডেট অ্যাকাডেমির আবাসিকে থেকে ক্যাডেট ব্যাচের ৬ষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করছে। আবাসিকে থাকা শিক্ষার্থীদের দেখাশোনার দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক বুলবুল। তিনি তুচ্ছ কারণেই শিক্ষার্থীদের গালিগালাজ ও বেদম মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
গত ১৭ জুলাই ফাহিম অসুস্থ বোধ করায় সঠিক সময়ে ঘুম থেকে উঠতে পারেনি। এ কারণে ক্ষিপ্ত হয়ে শিক্ষক বুলবুল ঘুমন্ত শিশু ফাহিমকে এলোপাতাড়ি বেত্রাঘাত করে এবং পিটিয়ে জখম করে। বিষয়টি গোপন রাখার জন্য শিশুটিকে মেরে ফেলার হুমকি দেন। পরদিন শুক্রবার (১৮ জুলাই) সাপ্তাহিক ছুটির দিনে শিশুটির মা ও বাবা তাকে দেখতে শহীদ ক্যাডেট অ্যাকাডেমির আবাসিক ভবনে গেলে সহপাঠীরা বিষয়টি তাদের অবগত করেন। এ সময় ফাহিমের প্যান্ট খুলে পশ্চাৎ দেশে বেত ও কাঠের বাটামের আঘাতে জখম হওয়ার চিহ্ন দেখতে পান। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় শহীদ ক্যাডেটের পরিচালক হাসানুজ্জামান রঞ্জুর কাছে বিচার দাবি করলে তিনি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরবর্তীতে কোনো ব্যবস্থা না নিয়ে উপরন্তু ফাহিমের বাবাকে হুমকি দেন এবং তাকে অফিস থেকে বের করে দেন। এ বিষয়ে সদর থানায় অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই বলে মামলায় বাদী উল্লেখ করেন।
এ বিষয়ে শহীদ ক্যাডেট অ্যাকাডেমির পরিচালক হাসানুজ্জামান রঞ্জু বলেন, ছেলেটাকে একটু বেশিই মারধর করেছে। তবে তার অভিভাবকরা আমার কাছে আসে নাই। থানায় অভিযোগ দেওয়ার পর তাকে বার বার ফোন দিলেও সে আসেনি।
আরএ