ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

সারাদেশ

মাগুরায় কলা ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:০২, জুলাই ২৭, ২০২৫
মাগুরায় কলা ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, আটক ১ প্রতীকী ফটো

মাগুরায় ভোজন গুহ নামে এক কলা ব্যবসায়ীকে গলা কেটে হত্যার করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ জুলাই) রাতে শহরের পশু হাসপাতাল পাড়ার ছায়াবিথী সড়কে এ ঘটনা ঘটে। নিহত ভোজন গুহ পশু হাসপাতাল পাড়া ছায়াবীথি সড়কে সন্তোষ কুমার গুহর ছেলে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১টার দিকে ছায়াবিথী সড়কে এলাকার কলা ব্যবসায়ী ভোজন গুহর গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
 
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইযুব আলী বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে আবির হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। তবে কিভাবে এ হত্যাকাণ্ড হয়েছে তদন্ত করে জানানো যাবে।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।