ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

সারাদেশ

শিবপুরে পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৫, জুলাই ২৭, ২০২৫
শিবপুরে পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর প্রতীকী ছবি

নরসিংদীর শিবপুরে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।  

রোববার (২৭ জুলাই) দুপুরে উপজেলার পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলো- পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর কাঁঠালতলা এলাকার শাকিল মিয়ার ছেলে আলিফ মিয়া (৩) ও একই এলাকার সোহেল মিয়ার মেয়ে মায়ামনি (৩)।  

স্থানীয়রা জানান, রোববার সকালে বৃষ্টির মধ্যে খেলতে বের হয় আলিফ ও মায়ামনি। এ সময় অসাবধানতাবশত রাস্তার পাশের একটি ডোবার পানিতে পড়ে যায় শিশু দুটি। পরে এলাকাবাসী তাদের মৃত অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।  

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।