ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

সারাদেশ

শরীয়তপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কের পদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৯, জুলাই ২৭, ২০২৫
শরীয়তপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কের পদত্যাগ ইমরান আল নাজির

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলার আহ্বায়ক ইমরান আল নাজির পদত্যাগ করেছেন।  

রোববার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে এ পদত্যাগ করেন।

পরে সাংবাদিকদের কাছেও পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

তিনি তার স্ট্যাটাসে লিখেন, সময়ের গতিপথে দায়িত্ব আসে, দায়িত্ব শেষও হয়। আজ, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলার আহ্বায়ক হিসেবে আমার দায়িত্বের সমাপ্তি ঘোষণা করছি। দায়িত্ব পালন শেষ হলেও আদর্শিক সংগ্রাম শেষ নয়-বরং তা নতুন পথচলার সূচনা মাত্র।

এই দীর্ঘ সময়ে আমরা একসাথে পেরিয়ে এসেছি অনেক প্রতিকূলতা, অতিক্রম করেছি বিভ্রান্তির দেয়াল, গড়ে তুলেছি বিশ্বাসের ভীত। শরীয়তপুর হোক বা-যেখানেই সংগ্রাম করেছি, সেটি শুধুমাত্র আমাদের নয়, এটি ইতিহাসেরও অংশ হয়ে থাকবে।

আমি কখনো শহীদের রক্তের সঙ্গে বেইমানি করিনি, সেই রক্তের ওপর দাঁড়িয়ে একটিবারের জন্যও নিজের ব্যক্তিস্বার্থের চিন্তা করিনি। কিন্তু আমার নেতৃত্বে কেউ যদি সেই আদর্শ থেকে বিচ্যুত হয়ে থাকে তাহলে সেই দায় এড়াতে পারি না। সবার কাছে ক্ষমাপ্রার্থী।

আমার পথচলায় যারা ছায়া হয়ে পাশে থেকেছেন সহযোদ্ধা, শুভানুধ্যায়ী, সমালোচক ও পথপ্রদর্শক আপনাদের প্রতি আমার চিরন্তন কৃতজ্ঞতা।

আমি বিশ্বাস করি- নেতৃত্ব বদলাবে, কিন্তু আদর্শ বদলাবে না। দায়িত্ব হস্তান্তর করছি পরবর্তী নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা ও সম্মান রেখে। আমি আশাবাদী, আগামী দিনের নেতৃত্ব আরও স্বচ্ছ, দৃঢ় ও দূরদৃষ্টিসম্পন্ন হয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে।

আমার সংগ্রাম এখানেই শেষ নয়-শুধু ভিন্ন মাত্রায় প্রবাহিত হবে। আমি একজন সাধারণ কর্মী হিসেবেই থাকবো শরীয়তপুরের সাধারণ মানুষের পাশে সর্বোচ্চ দায়বদ্ধতা ও নিষ্ঠার সঙ্গে।

জুলাই আমাদের হৃদয়ে এক চিরন্তন দীপ্তি হয়ে আছে-যা কেবল একটি আন্দোলনের মাস নয়, বরং এক আদর্শিক জাগরণ। সেই জাগরণ থেকে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি, সেই বাংলাদেশ নির্মাণে আমি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ থাকবো ইনশাআল্লাহ।

আমি চাই সাধারণের পাশে সাধারণ হয়েই থাকতে। আমি চাই আদর্শের সঙ্গে আপস না করে পথ চলতে।

আমার জন্য দোয়া করবেন।

জুলাই আমার প্রেরণা, আদর্শ আমার ঠিকানা। নীতির সঙ্গে আপস নয়।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।