ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

সারাদেশ

অপহরণের ৪৮ ঘণ্টার মধ্যেই উদ্ধার হলো ৭ বছরের শিশু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩১, আগস্ট ২, ২০২৫
অপহরণের ৪৮ ঘণ্টার মধ্যেই উদ্ধার হলো ৭ বছরের শিশু ম্বজনদের সঙ্গে উদ্ধার হওয়া শিশু

বান্দরবানে অপহরণের ৪৮ ঘণ্টার মধ্যে অপহৃত শিশুকে (৭) উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত কক্সবাজার রামু উপজেলার বাসিন্দা রুহুল আমিন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১ আগস্ট) বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।  

শিশুটি নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের রাঙ্গাঝিরি এলাকার স্থানীয় বাসিন্দা সৌদি প্রবাসী সাইফুল ইসলামের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়- গত ৩০ জুলাই দিবাগত রাতে নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের রাঙ্গাঝিরি এলাকায় সৌদি প্রবাসী জনৈক সাইফুল ইসলামের বাড়িতে পাঁচ-ছয়জন অজ্ঞাতনামা ব্যক্তি হামলা চালান। এ সময় বাড়িতে সাইফুলের স্ত্রী শাহেদা বেগম তার ১১ বছর বয়সী মেয়ে এবং সাত বছর বয়সী ছেলেকে নিয়ে অবস্থান করছিলেন।  

অপহরণকারীরা বাড়ির ঢেউটিনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ছেলেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরের দিন অপহরণকারীরা ভিকটিমের মা শাহেদা বেগমের মোবাইলে ফোন করে সন্তানকে প্রাণে হত্যার ভয় দেখিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। শাহেদা বেগম বিষয়টি নাইক্ষ্যংছড়ি থানা-পুলিশকে জানান।  

জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারের তাৎক্ষণিক নির্দেশনায় নাইক্ষ্যংছড়ি থানা, কাগজীখোলা পুলিশ ফাঁড়ির একাধিক আভিযানিক দল উদ্ধার অভিযান পরিচালনা শুরু করে।

শুক্রবার (১ আগস্ট) পুলিশের আভিযানিক দল দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী দলের এক সদস্যকে গ্রেপ্তার করে এবং অপহৃত শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানানো হয়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।