ঢাকা, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

সারাদেশ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ফরিদপুর আইডিইবিতে সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০২, আগস্ট ২, ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ফরিদপুর আইডিইবিতে সভা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ডিইএব’র ফরিদপুর জেলা ও মহানগর শাখার উপদেষ্টা সৈয়দ আদনান হোসেন অনু।

ঢাকা: ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ফরিদপুর জেলা শাখা আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার (১ আগস্ট) বিকেল ৪টার দিকে আইডিইবি ফরিদপুর জেলা শাখার সম্মেলন কক্ষে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়।

আইডিইবি ফরিদপুর জেলা শাখার নির্বাহী কমিটির সভাপতি সামচুদ্দীন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান সবুজের সঞ্চালনায় এ  সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের (ফপই) অধ্যক্ষ প্রকৌশলী আককাছ আলী শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আখতারুজ্জামান, ফরিদপুর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিইএব) ফরিদপুর জেলা ও মহানগর শাখার উপদেষ্টা সৈয়দ আদনান হোসেন অনু, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল টেকনোলজির চিফ ইন্সট্রাক্টর প্রকাশ কুমার সাহা, নন-টেকনিক্যাল ডিপার্টমেন্টের চিফ ইন্সট্রাক্টর জাহাঙ্গীর আলম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদলের সভাপতি নাজমুস সাকিব, বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদের (বাকাছাপ) সভাপতি বুলবুল আহমেদ মাহিন, ডিইএব ফরিদপুর মহানগর শাখার সভাপতি রফিকুল ইসলাম রনি প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিইএব ফরিদপুর জেলা শাখার সভাপতি শাহাজাদা খান স্বপন, সাধারণ সম্পাদক শহিদুল হক টুটুল, যুগ্ম আহ্বায়ক হারুনুজ্জামান রাজ, চৌধুরী মতিউর রহমানসহ ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও বিভিন্ন পর্বের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তারা যে মহৎ লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন সেই লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সবাইকে ভেদাভেদ ভুলে রাষ্ট্র গঠনের জন্য একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, এতো রক্ত, এতো জীবন, এতো ত্যাগের বিনিময়ে আমরা রাষ্ট্র গঠনের যে সুযোগ পেয়েছি তা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। এটা আমাদের জন্য বিরাট এক সুযোগ। যত বাধা বিপত্তিই আসুক না কেন তাকে মোকাবিলা করে অবশ্যই আমাদের লক্ষ্য পূরণ করতে হবে। সেই জন্য আমাদের ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে হবে। মনে রাখতে হবে ব্যক্তির চেয়ে দেশ বড়। দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। এ জন্য নতুন প্রজন্মকে সজাগ দৃষ্টি রাখতে হবে। নতুন প্রজন্মের ছাত্র-জনতা ব্যক্তি স্বার্থ ভুলে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে জাতির ওপর চেপে বসা ফ্যাসিবাদকে উৎখাত করেছে, সেই কঠিন ঐক্য ধরে রাখতে পারলে আমাদের কেউ পরাজিত করতে পারবে না। আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবোই।

এছাড়াও বক্তারা পলিটেকনিক শিক্ষার্থীদের বিভিন্ন ন্যায় সংগত দাবি দাওয়া বাস্তবায়নে এবং সেটেল্ড বিষয়গুলোকে সুসংহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

শেষে দোয়া মাহফিল ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। দোয়া পরিচালনা করেন ফরিদপুরের চৌরঙ্গী জামে মসজিদের পেশ ইমাম।

আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।