ঢাকা, বৃহস্পতিবার, ১ কার্তিক ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

বগুড়ায় মাটির দেয়াল চাপা পড়ে এক ব্যক্তি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১২, আগস্ট ৩, ২০২৫
বগুড়ায় মাটির দেয়াল চাপা পড়ে এক ব্যক্তি নিহত বগুড়ার মানচিত্র

বগুড়ায় বাড়ির মাটির দেয়াল ধসে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (০৩ আগস্ট) সকালে শাজাহানপুর উপজেলার ফুলতলা পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. কিবরিয়া (৫০)। তিনি রাজশাহীর বুধপাড়া এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকীর ছেলে। তবে তিনি ১৮ বছর ধরে শাজাহানপুর উপজেলার ফুলতলার পুকুরপাড় এলাকায় ভাড়া বাসায় একাই থাকতেন এবং ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন।
 
কৈগাড়ী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, রাত থেকে বগুড়ায় ভারী বৃষ্টি শুরু হয়। সকালে অতিরিক্ত বৃষ্টির কারণে বাড়ির দেয়াল ধসে ঘুমন্ত কিবরিয়ার ওপরে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, কিবরিয়ার একটা মেয়ে আছে। রাজশাহীত পড়াশোনা করেন। স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হওয়ায় বগুড়ায় একাই বসবাস করছিলেন। তার লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।