ঢাকা, সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

সারাদেশ

বাকৃবিতে ১৫৪ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী-শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৮, আগস্ট ৪, ২০২৫
বাকৃবিতে ১৫৪ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী-শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫৪ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে বরখাস্ত, অপসারণ, অর্থদণ্ড, নিম্নপদে অবনমিতকরণ ও ভর্ৎসনামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ নিয়ে প্রকৃতি কন্যাখ্যাত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এই বিদ্যাপীঠে তোলপাড় সৃষ্টি হয়েছে।

সোমবার (৪ আগস্ট) দুপুর থেকে এসব শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর পর্যায়ক্রমে শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. হেলাল উদ্দিন।

তিনি বাংলানিউজকে জানান, জুলাই গণ-অভ্যুত্থানবিরোধী, ‘শেখ হাসিনাতেই আস্থা’ শিরোনামে শান্তি মিছিল থেকে হামলা এবং আশরাফুল হক হলে চার শিক্ষার্থী ছাত্রদল-শিবির ট্যাগ দিয়ে নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ৩২৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তমতে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে তা কার্যকর হবে- বলেও জানান তিনি।   

এর মধ্যে ৫৯ শিক্ষক, ২৪ জন কর্মকর্তা, ২১ জন কর্মচারী এবং ৪৯ জন শিক্ষার্থীর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এতে শিক্ষকদের মধ্যে ৬ জনকে বরখাস্ত, একজনকে অপসারণ, নয়জনকে নিম্নপদে অবনমিতকরণ, পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্থগিত একজন এবং ৩১ জনকে ভর্ৎসনা করা হয়েছে। কর্মকর্তাদের মধ্যে আটজনকে বরখাস্ত, নয়জন অপসারণ, সাতজনকে ভর্ৎসনা এবং একজনকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। কর্মচারীদের মধ্যে দুইজনকে বরখাস্ত এবং ১৯ জনকে ভর্ৎসনা করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে ১০ জনকে আজীবনের জন্য বহিষ্কার এবং ৩৯ জনের সনদপত্র বাতিল করা হয়েছে।  

সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গত সাড়ে ১৫ বছরের অনিয়ম, দুর্নীতি, জুলুম, নির্যাতনের ঘটনা তদন্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর গত ১৮ মে বিশ্ববিদ্যালয়ের ৩২৮তম সিন্ডিকেট সভায় জড়িতদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত অনুমোদন হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষক এই তদন্ত কমিটিকে অবৈধ দাবি করে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। গতকাল ৩ আগস্ট হাইকোর্ট এই রিট পিটিশনটি খারিজ করে দেওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর করা শুরু হয়।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ